অপরাধ ও আদালত
0

ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেয়া হিরু গ্রেপ্তার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র বলে নিজেকে পরিচয় দানকারী আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা থানায় একটি হত্যা মামলার আসামি তিনি।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

আসাদুজ্জামান হিরুকে আজ দুপুরের পর তোলা হবে আদালতে। আওয়ামী সরকারের আমলে তিনি নিজেকে ওবায়দুল কাদেরের পালিত পুত্র দাবি করতেন।

এই পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে টেন্ডার ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওবায়দুল কাদেরের অবৈধ অর্থ তার মাধ্যমে লেনদেন করা হতো বলেও অভিযোগ রয়েছে।

এএম