দেশে এখন
0

ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে বিভিন্ন হল ঘুরে বিক্ষোভ মিছিলটি অবস্থান নেয় ভিসি চত্বরে।

সেখানে শিক্ষার্থীরা বলেন, 'নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে গেস্টরুমের নামে শিক্ষার্থীদের র‍্যাগিং করেছে, সেরকম কোনো নির্যাতনের সংস্কৃতি গড়ে উঠতে দেয়া হবে না।'

ছাত্রসমাজের বৈধ প্রতিনিধি হওয়ার জন্য ডাকসু নির্বাচন দিতে হবে। গণঅভ্যুত্থানের পরও শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিতে গড়িমসি করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন শিক্ষার্থীরা। তারা বলেন, 'ডাকসু নিয়ে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।'

এসএস