মিয়া গোলাম পরওয়ার বলেন, 'শিল্পখাতে সরকারের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। গ্যাসের মূল্যবৃদ্ধির এই প্রস্তাবে ইতোমধ্যেই দেশের ব্যবসায়ী ও শিল্পপতিরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের শাসনামলে সাতবার গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। সবশেষ গত ২০২৩ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ সরকার গ্যাসের দাম ১৫০ শতাংশেরও বেশি বাড়িয়েছে।'
তিনি বলেন, 'গ্যাসের সংকটের কারণে তখন শিল্পকারখানা রেশনিং পদ্ধতিতে চলত। বর্তমানেও গ্যাসের সংকট চলছে। এই সংকট উত্তরণের জন্য দেশের সকল সম্ভাবনাময় জায়গায় গ্যাস কূপ খনন করা প্রয়োজন। সাথে সাথে বিদেশ থেকে গ্যাস আমদানি করে অতি দ্রুত গ্যাস সংকট দূরে করা দরকার। মূল্যবৃদ্ধি করে গ্যাস সংকটের সমাধান করা যাবে না। বরং সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে।'
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, 'তাই দেশের শিল্পকারখানা, ব্যবসা-বাণিArticlesজ্য ও অর্থনীতির স্বার্থেই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করে গ্যাস সংকট উত্তরণের উপায় খুঁজে বের করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।'—সংবাদ বিজ্ঞপ্তি