দেশে এখন
0

লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া দেশবাসীর খোঁজ-খবর নিয়েছেন

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা জানান।

স্থানীয় সময় আজ (শনিবার, ১২ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস।

এসময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান।

মির্জা আব্বাস বলেন, 'গত ১৮ বছর বেগম খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। উনি এখন ভালো আছেন। তার পরীক্ষা নিরীক্ষা চলছে।'

তিনি বলেন, 'খালেদা জিয়া যদি আরও আগে চিকিৎসাটা পেতেন হয়তো আরও সুস্থ থাকতেন।'

এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, 'দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। তবে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।'

এসএস