আজ (রোববার, ১২ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিলটি স্কুল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে ফিরে আসে। মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানান এবং তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ এনে স্লোগান দেয়।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান শিক্ষক মজিদ মোল্লা স্কুলে উপস্থিত না থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনা নিয়ে স্কুলে উত্তেজনা বিরাজ করছে।