আজ (রোববার, ১২ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ভুক্তভোগী আইনজীবী বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন।
এ মামলায় আরো আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, জাহাঙ্গীর কবির নানকসহ বিগত সরকারের নেতাকর্মীকে।
মামলার সূত্র মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভুক্তভোগী নুপুর আখতার অংশ নেন।
এ সময় হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার বাম হাতে একটি গুলি এবং মাথায় আরেকটি গুলি লাগে। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলেও সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না নিয়ে ফেরত যেতে হয়।