উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

শেষকৃত্য অনুষ্ঠানে জিমি কার্টারকে বিশ্বনেতাদের শ্রদ্ধা

রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে শ্রদ্ধা জানালেন বিশ্বনেতারা।

স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর ন্যাশনাল ক্যাথেড্রালে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানানো হয় ৩৯তম মার্কিন প্রেসিডেন্টকে।

এসময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জীবিত পাঁচ প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে পূর্বসূরি বারাক ওবামার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলাপচারিতা নজর কাড়ে। এছাড়াও সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে হাত মেলান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

গেল দু'দিনে সাবেক প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানান ১০ হাজারের বেশি মানুষ। শুক্রবার (১০ জানুয়ারি) জর্জিয়ায় স্ত্রীর পাশে সমাহিত করা হবে জিমি কার্টারকে।

এসএস