গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ ৯৬ জনের পাসপোর্ট বাতিলের কয়েক ঘণ্টা পরই তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
গেল ২৩ ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যার্পণের অনুরোধ জানায় ঢাকা। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
তবে, ভারতে তাকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়নি বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এই বিষয়ে দেশটিতে কোনো সুনির্দিষ্ট আইনও নেই।
এদিকে গত ৩ জানুয়ারি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধে ভারত সরকার সাড়া দেবে না। এ ঘটনাপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের ইস্যুকে এগিয়ে নিতে বাংলাদেশ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিন ভারতের হিনডিন বিমান ঘাঁটিতে পৌঁছনোর পর তাকে দিল্লির একটি সেফহাউসে নিয়ে যাওয়া হয়।