ইটস ঠু আর্লি টু কল কিন্তু বিপিএলে এখন পর্যন্ত সেরা পারফরমার কে? এমন প্রশ্নের উত্তরে আপনার আমার মাথায় একাধিক নাম আসতে পারে অপশন হিসেবে। তবে হাবিবুল বাশার সুমনের কাছে এখন পর্যন্ত একাদশতম বিপিএলের সেরা পারফর্মার তাসকিন আহমেদ।
বিসিবির উইমেনস উইং হেড হাবিবুল বাশার সুমন বলেন, ‘শুধু ৭ উইকেট নয়। সে যেভাবে বল করছে সেটাও। নাহিদ রানাও ভালো বোলিং করছেন। কিন্তু তাসকিন একা একটা দলকে টেনে নিয়ে চলেছে।’
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট সহ চার ম্যাচে তাসকিনের শিকার ১২ উইকেট। তাহলে বিপিএলের ইতিহাসে সেরা বোলিং পারফরম্যান্স কারণেই কি তাসকিনকে এগিয়ে রাখা? বিসিবির উইমেনস উইংয় প্রধান ও জাতীয় দলের সাবেক ক্যাপ্টেনের এক্ষেত্রে দর্শনটা ভিন্ন।
তিনি বলেন, ‘তিনি যেভাবে ব্যাটসম্যানদের পরাস্ত করছেন, ফ্ল্যাট উইকেট। এবারের বিপিএল কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। বিপিএল ব্যাটিং, বোলিংয়ে অনেক পারফরমার আছেন। কিন্তু আমাদের তাসকিনকে আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে।’
ব্যাট এবং বল হাতে চলতি বিপিএলে অনেক তারার মেলায় অনেকেই আলাদা করে আলো কেড়েছেন নিজের দিকে। ব্যাটিং পিচেও গতির ঝড় তুলে ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন নাহিদ রানা।
স্পিন ঘূর্ণিতে জাদু দেখাচ্ছেন শেখ মেহেদী। বল হতে শাহিন আফ্রিদি ফিরেছেন স্বরূপে। রিচ টপলি কিংবা কাইল মায়ার্সরাও মাঝে মাঝেই ভড়কে দিচ্ছেন ব্যাটারদের।
অপরদিকে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের বিভীষিকা হয়ে প্রতীয়মান হয়েছেন অ্যালেক্স হেলস-সাইফ হাসানরা। তবে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেনের কাছে সবার চেয়ে ব্যতিক্রম দুর্বার রাজশাহীর অপ্রতিরোধ্য তাসকিন।