বিপিএলে এখন পর্যন্ত সেরা পারফরমার তাসকিন: হাবিবুল বাশার
বোলিংয়ে গতি আর বাউন্সের ঝড় তোলা নাহিদ রানা কিংবা শাহিন আফ্রিদি নয়। ঝোড়ো সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলসও নয়। চলতি বিপিএলের এখন পর্যন্ত সেরা পারফরমার তাসকিন আহমেদ। এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, অনেকটা একা হাতে বোলিংয়ে নেতৃত্ব দিয়ে তাসকিন টেনে নিচ্ছেন দলকে।