মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

কাতারে বাংলাদেশি শিল্পীর চিত্রাঙ্কন প্রদর্শনী

কাতার-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দোহায় চলছে ৭ দিনের চিত্রকর্ম প্রদর্শনী। বাংলাদেশ দূতাবাস ও কাতারা কালচারাল ইমেজের যৌথ আয়োজনে স্থান পেয়েছে চিত্র শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদের একক চিত্রকর্ম। যা দেখতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশি থেকে শুরু করে কাতারের নাগরিকরাও।

রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। চিত্রশিল্পী কাজী সালাউদ্দিন আহমেদের এই চিত্রকর্ম প্রদর্শনী চলছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। খ্রিষ্টীয় নববর্ষের দিন রাজধানী দোহার কালচারাল ভিলেজের গ্যালারিতে শুরু হয়েছে এই প্রদর্শনী।

৭ দিন ব্যাপী এ চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। কাতার ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দোহার বাংলাদেশ দূতাবাস ও কাতার কালচারাল ইমেজের যৌথ আয়োজনে এ চিত্রকর্মের আয়োজন বলে জানান রাষ্ট্রদূত।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি কাতারের শিল্পীরাও বাংলাদেশে যাবেন এবং তারাও প্রদর্শনী করবে। এর মাধ্যমে শুধু দুই দেশের সরকারের মাঝে সম্পর্ক উন্নয়ন হবে তা নয় বরং কাতার এবং বাংলাদেশের মানুষের মধ্যেও সম্পর্ক উন্নত হবে।’

চিত্রকর্ম প্রদর্শনীর প্রথম দিনই ছিল কাতার প্রবাসী বাংলাদেশিদের ভিড়। শিল্পীর রঙ তুলির আঁচড়ে ফুটে ওঠা ছবির প্রশংসা করেছেন কাতারের স্থানীয় নাগরিকরাও।

পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের পাশাপাশি গোটা পৃথিবীতে তুলে ধরতে চান বলে জানান চিত্রশিল্পী।

বাংলাদেশি চিত্রশিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘ঢাকা শহরকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। এছাড়া মূলত আমার পরবর্তী প্রজন্ম যেমন আমার ছেলে-মেয়ে বা তাদের সন্তানরা যদি ঢাকার কোনো নিদর্শন দেখতে বা জানতে চায়। তখন আমার এই কর্মগুলো তাদের সাহায্য করবে।’

জানুয়ারির প্রথম দিন শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এএম