২০২৩ সালে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত প্রথম পিকআপ সাইবার ট্রাক বাজারে আনে ধনকুবের ইনল মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। উচ্চ অ্যাকসিলারেশন প্রযুক্তির এই গাড়ি আরোহীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ঘণ্টায় সর্বোচ্চ ৪০০ থেকে ৮০০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে গাড়িটি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর লক্ষ্যে সাইবার ট্রাক বাজারজাত করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে টেসলার সাইবার ট্রাকে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটলো। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি সাইবার ট্রাক বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। আহত হন আরও বেশ কয়েকজন।
প্রত্যক্ষ্যদর্শীদের তথ্যমতে, হোটেলের সামনে পার্ক করা গাড়িটি হুট করেই বিস্ফোরিত হয়। এরপরই এতে আগুন ধরে যায়। পরপর তিনটি বিস্ফোরণের শব্দ হয়। তাদের ধারণা গাড়ির ভেতরে আতশবাজি বা বিস্ফোরক দ্রব্য ছিল।
টেসলা প্রধান মার্কিন ধনকুবের ইলন মাস্কের দাবি, বিস্ফোরণ হওয়ার মতো কোনো ত্রুটি গাড়ির মধ্যে ছিল না। এটি সন্ত্রাসী হামলা হতে পারে। বোমার আঘাতেও বিস্ফোরণ হতে পারে গাড়িটিতে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইলন মাস্কের সঙ্গে সুর মিলিয়েছেন। তার আশঙ্কা নিউ অরলিন্সে ট্রাক হামলার সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে এফবিআই।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনার সঙ্গে নিউ অরলিন্সের হামলার যোগসূত্র আছে কিনা তা তদন্ত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিতে ডেমোক্র্যাট দলের সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।'
তবে এফবিআই-এর মতে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। লাস ভেগাসের পুলিশ বলছে, এর সঙ্গে আইএস বা নিউ অরলিন্সের ঘটনার যোগসূত্র থাকার ব্যাপারে কোনো ইঙ্গিত মেলেনি। সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তাও স্পষ্ট নয়।
লাস ভেগাস মেট্রোপলিটান পুলিশের প্রধান কেভিন ম্যাকমেহেল বলে, 'এটি অনেকটা কাকতালীয় ঘটনা। বিশেষভাবে ইলন মাস্ককে ধন্যবাদ। গাড়িটির বিষয়ে বেশকিছু তথ্য তিনি আমাদের দিয়েছেন। বিস্ফোরণের পর গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে গিয়েছিল। এছাড়া, বিস্ফোরণের পুরো ভিডিও আমরা সংগ্রহ করেছি। যা আমাদের তদন্ত কাজে দারুণ সহায়তা করবে।'
লাস ভেগাস এফবিআই বিশেষ এজেন্ট জেরেমি শোয়ার্টজ বলেন, 'আমরা বিশ্বাস এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এখানে সংঘবদ্ধ হয়ে কোনো গোষ্ঠী কিছু করেছে বলে আমার মনে হয় না। যদিও অনেকেই বলছেন এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে এখন আমি জোর দিয়ে বলছি, এখানকার বাসিন্দা সবাই নিরাপদে আছেন।'
এর আগেও টেসলার নির্মিত বেশ কয়েকটি সাইবার ট্রাক দুর্ঘটনায় পড়েছে। তবে এতে গাড়ি বা এর আরোহীদের তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক গাড়ির ইঞ্জিনের আগুন অন্যান্য গাড়ি থেকে ভিন্নভাবে জ্বলে। যা দীর্ঘ সময় স্থায়ী হয় এবং নেভানো অনেক কঠিন হয়ে পড়ে।