বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে গ্রাফিতি অঙ্কনের অভিযোগে ইউল্যাবের দুইজন শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি আমাদের নজরে এসেছে। ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানে জনপরিসরে শিল্প ও মতপ্রকাশের মাধ্যম হিসেবে দেওয়াল লিখন ও গ্রাফিতি শক্তিশালী ভূমিকা পালন করেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের পাশাপাশি ইউল্যাবের শিক্ষার্থীরাও তাদের নিজ বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করেছে।'
এতে আরও উল্লেখ করা হয়, 'আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ হয়ে লক্ষ্য করছি যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রাফিতিকে শিক্ষার্থীদের মতপ্রকাশের মাধ্যম হিসেবে ধারণ করে আলোচনার ভিত্তিতে সমাধান না করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মতপ্রকাশের স্বাধীনতা এবং তার কাঙ্ক্ষিত মাধ্যম ও স্থান বিষয়ে আমাদের ভাবনা পুনঃপর্যালোচনার এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আচরণ বিধি সংশোধনের দাবি রাখে।'
শিক্ষার্থীদের দেয়া শাস্তি প্রত্যাহারের দাবি করা শিক্ষকদের মধ্যে অন্যতম সেন্টার ফর অ্যাডভান্সড থিওরি বিভাগের জেনারেল এডুকেশন বিভাগ এবং পরিচালক অধ্যাপক সলিমুল্লাহ খান, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক সুমন রহমান, ইংরেজি ও মানববিদ্যা বিভাগের সামার ডিস্টিংগুইশড অধ্যাপক আজফার হোসেন, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র প্রভাষক এবং বিভাগীয় প্রধান বেগম শারমিনুর নাহার, ইংরেজি ও মানববিদ্যা বিভাগের প্রভাষক অলিউর রহমান সান।
এছাড়া বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক লাবনী আক্তার, সেন্টার ফর আর্কিওলজিকাল স্টাডিজের প্রভাষক এবং গবেষণা সহযোগী কাব্য কৃত্তিকা, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সিনিয়র প্রভাষক সৈয়দা সাদিয়া মেহজাবিন, ইংরেজি ও মানববিদ্যা বিভাগের প্রভাষক নুসরাত তাজকিয়া, মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক এ. এফ. এম. মনিরুজ্জামান ও জেনারেল এডুকেশন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আবিদ আছেন।