শহীদ ফাইয়াজের নামে ধানমন্ডি ২৭ সড়কের নামফলক উন্মোচন

জুলাই শহীদ ফারহান ফাইয়াজ
জুলাই শহীদ ফারহান ফাইয়াজ | ছবি: সংগৃহীত
0

'২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজের নামে ধানমন্ডি ২৭ নাম্বারের সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে।

আজ (শনিবার, ১৭ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে এই নামফলক উন্মোচন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

তিনি বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তা গড়তে চেষ্টা চালিয়ে যেতে হবে।’ 

আরো কয়েকজন শহীদের নামে কয়েকটি সড়কের নামকরণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এসময় গণঅভ্যুত্থানে শহীদের যেন স্বরণীয় করে রাখা হয় তারও আহবান জানান ফারহান ফাইয়াজের বাবা।

এসএইচ