আন্তর্জাতিক বাণিজ্য
0

এখুনি ঋণ নিয়ন্ত্রণে আনা না গেলে দেউলিয়া হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র: ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রকে অবশ্যই ক্রমবর্ধমান ঋণ সমস্যার সমাধান করতে হবে, তা না হলে দেউলিয়া হতে পারে যুক্তরাষ্ট্র। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিলিওনিয়ার ইলন মাস্ক। তিনি বলেন, 'এখনই ঋণ নিয়ন্ত্রণে আনা না গেলে দেউলিয়া হয়ে যেতে পারে দেশ।'

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইলন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দিয়েছেন।

দেশের সরকারি ব্যয় কমানোর কাজ করবেন তিনি। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মোট ঋণ ৩৬ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।

যে বিষয়টিকে ইলন মাস্ক ভয়ংকর হিসেবে উল্লেখ করেছেন।

ইএ