মেলবোর্নে বক্সিং ডে টেস্টে শুরুটা ভালো করতে পারেনি টিম ইন্ডিয়া। অভিষিক্ত স্যাম কন্সটাসের ৬৫ বলে ৬০ উসমান খাজার ১২১ বলে ৫৭ ও মার্নাস লাবুসেইনের অপরাজিত ৪৪ রানে ভালো অবস্থানে অজিরা।
কন্সটাসকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন জাদেজা। আরেক ওপেনার কাজাকে আউট করেন বুমরাহ। মেলবোর্নে দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছে রোহিতরা।
গিলের পরিবর্তে দলে সুযোগ পেছেন ওয়াশিংটন সুন্দর। দিনের প্রথম সেশনে অনেকটা মলিন ছিলেন সিরাজ,বুমরাহ ও আকাশ দীপরা। বল পুরনো হবার সাথে সাথেই আধিপত্য বিস্তার করে অজি ব্যাটাররা।