রাজনীতি
0

'গণহত্যার বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না'

কেউ কেউ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে চাইলেও গণহত্যার বিচারের আগ পর্যন্ত তাদের কোন সুযোগ দেয়া হবেনা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী মতিঝিল থানা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'আওয়ামী লীগের মানুষেরাও হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।'

তিনি আরো বলেন, 'আওয়ামী লীগ ইসলাম উৎখাতের জন্য ক্ষমতায় এসেছিল। লীগের কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়।'

এসময় তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, 'ফ্যাসিবাদের দোসররা অফিস আদালতে যারা আছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার পাশাপাশি সংস্কার করতে কতদিন লাগবে তাও সুনির্দিষ্ট করতে হবে।'

ইএ