আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এ বলেন। এসময় অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দিয়ে বলেন, ‘দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সবাইকে সতর্ক করে তিনি বলেন, ‘আন্দোলনের আকাঙ্খাকে বিভক্ত হতে দেয়া যাবে না। তাহলে ফ্যাসিবাদরা সুযোগ পাবে।’
ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।