দেশে এখন
0

'বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিতে আগামী বছর থেকে বিদেশি নাগরিকরাও প্রশিক্ষণ নেবে'

বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিতে আগামী বছর থেকে বিদেশি নাগরিকরাও প্রশিক্ষণ নেবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ৫৮তম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে তিনি আরও বলেন, 'বাংলাদেশ শিপিং করপোরেশনে যুক্ত হতে যাওয়া ৬টি জাহাজে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের চাকরির সুযোগ পাবেন।'

প্রতিবারের মতো এবারও বাংলাদেশ মেরিন বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি চট্টগ্রামে নবীন ক্যাডেটদের কুচকাওয়াজের মাধ্যমে গ্রাজুয়েশন স্বীকৃতি দেয়া হয়। সালাম গ্রহণ করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। পরে সেরা ক্যাডেটদের রাষ্ট্রপতি স্বর্ণপদক, নৌ পরিবহন মন্ত্রণালয়ের রৌপ্যপদক তুলে দেয়া হয়।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আরো যে চারটি অ্যাকাডেমি রয়েছে তাদেরকেও যেন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে।’

এবারের ৫৮তম ব্যাচে নটিক্যাল শাখায় ১১৮ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ১২০ জন ক্যাডেটসহ ২৩৮ জন ক্যাডেট দুবছর মেয়াদি অ্যাকাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষ করেছে। এর মধ্যে ২৯ জন নারী।

পদক প্রদান শেষে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশনে আরো ৬টি জাহাজ যুক্ত হচ্ছে।’

গত ৬১ বছরে এই একাডেমি ৫ হাজার ৩৬২ জন ক্যাডেটকে প্রশিক্ষিত করেছে। যাদের মাধ্যমে প্রতিবছর ৩ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার।

ইএ