আজ (রোববার, ২২ ডিসেম্বর) বেলা ১১টায় ওলামা মশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে হিলি বাজারের গোডাউন মোড় এলাকা থেকে বিভিন্ন প্লেকার্ড এবং ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি বন্দর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে বাংলা হিলি খাদ্যা গুদামের সামনে বাংলা হিলি আল আজিজিয়া মাদ্রাসার মুহা তামিম মাওঃ শামসুল হুদা খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হিলি আজিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল ওহাব, মাও. তৌফিক এলাহী, মুফতি নুরুল করিম কাসেমী, মাওঃ আবুল হাসান, মাও. শায়খুল হাদীস মহিউদ্দিন মাও. শায়খুল হাদীস তৈয়ব, মাও. মুফতি খূবায়ইব রাজী জয়পুরহাটের মাও. রুহুল আমিন, মাও. বোরহান উদ্দিনসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা গত ১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমার মাঠে গভীর রাতে তাবলিগের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান। সেই সাথে চার জনকে খুনের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান তারা। অন্যথায় সামনের দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।