জানা যায়, তালেব আল আব্দুল মোহসেনকে রিয়াদ প্রত্যর্পণের অনুরোধ জানালেও তাতে সাড়া দেয়নি বার্লিন। মুসলিম হওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তালেব।
কট্টর মতাদর্শ অবলম্বনের কারণে ৫০ বছর বয়সী এই চিকিৎসক জার্মানির নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলেও সতর্ক করে সৌদি আরব।
তালেব ২০০৬ সালে জার্মানিতে অবৈধভাবে প্রবেশ করেন। যদিও তাকে নাগরিকত্ব দেয় জার্মানি।
গেল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ক্রিসমাস মার্কেটে ক্রেতা ও দর্শনার্থীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন তালেব। এতে শিশুসহ নিহত হন পাঁচ জন। আহত ২০০ জনের মধ্যে ৪১ জনের অবস্থা আশঙ্কাজনক।