সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরো ৪৯ জন রোগী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ২৬৯ জন। মারা গেছেন ৫৬১ জন।