ক্রিকেট
এখন মাঠে
0

আচরণবিধি লঙ্ঘনে আফগান পেসার ফজল হক ফারুকিকে জরিমানা

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন আফগান পেসার ফজল হক ফারুকি। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

ফারুকিকে জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি জানান তিনি।

প্রতিপক্ষ অধিনায়ক ক্রেইগ আরভিনের প্যাডে বল লাগলে লেগ বিফোরের আবেদন করে আফগানিস্তান। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন ফারুকি।

চলমান সিরিজে নেই ডিসিশন রিভিউ সিস্টেম। নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন ফারুকি। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এএইচ