আজ (শনিবার, ২১ ডিসেম্বর) বাংলা একাডেমিতে ইয়ুথ ফর পলিসি ও আইআইডি আয়োজিত দুদিনব্যাপী তারুণ্যের নীতি সম্মেলন ২০২৪ এ অংশ নিয়ে এ কথা জানান তিনি।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক স্বার্থ নিয়ন্ত্রণের জন্য চলচ্চিত্রকে তথ্য মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়েছিল। গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় চলচ্চিত্রকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে কাজ চলছে।’
এছাড়াও জুলাই আন্দোলনে স্মৃতি সংরক্ষণে ১ লক্ষ অংশগ্রহণকারীর বক্তব্য সংস্কৃতি মন্ত্রণালয় আর্কাইভ করবে বলেও জানান। সম্মেলনে বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির নামে বিগত সরকার দেশের বেশিরভাগ মানুষের ওপর কতৃত্ববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে।
সিপিডির গবেষক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক চর্চা ছাড়া অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি পাওয়া সম্ভব নয়।’
জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশ পুনর্গঠন শিক্ষার্থী ও নারীদের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে মত দেন বক্তারা। দু-দিন ব্যাপী তারুণ্যের নীতি সম্মেলনে বিতর্ক, কর্মশালাসহ নানা আয়োজনে অংশ নেবেন শিক্ষার্থীরা।