আজ (বুধবার, ১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর বনানীস্থ কড়াইল বিটিসিএল কলোনিতে ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিৎসা সেবায় আয়োজিত বিশেষ মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের সঙ্গে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে ৪ থেকে ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়।রোডম্যাপ নিয়ে বিএনপি কোনো ধারণা নয়, দিনক্ষণসহ সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ জানতে চায়।’
এ সময় গণতান্ত্রিক যাত্রায় অন্তর্বর্তী সরকারকে কোনো কৌশল প্রয়োগ না করতে আহ্বান জানায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।