রাজনীতি
দেশে এখন
0

‘বিএনপি যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি’

অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

আজ (বুধবার, ১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর বনানীস্থ কড়াইল বিটিসিএল কলোনিতে ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিৎসা সেবায় আয়োজিত বিশেষ মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের সঙ্গে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে ৪ থেকে ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়।রোডম্যাপ নিয়ে বিএনপি কোনো ধারণা নয়, দিনক্ষণসহ সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ জানতে চায়।’

এ সময় গণতান্ত্রিক যাত্রায় অন্তর্বর্তী সরকারকে কোনো কৌশল প্রয়োগ না করতে আহ্বান জানায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এএম