এসময় সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতেই তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেয়া হয়। পরে গণমাধ্যমে সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রেখেছেন তারেক। নিবন্ধন ইস্যুতে এ ধরনের উদ্ভূত পরিস্থিতি কাম্য নয় বলেও জানান তিনি।
এসময় পরবর্তী আপিলে ‘আমজনতার দল’ এর নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সঙ্গে পুনঃবিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান সালাহউদ্দিন আহমেদ।
আরও পড়ুন:
এর আগে, গত ৬ নভেম্বর মো. তারেকের অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তার সঙ্গে দেখা করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। উল্লেখ্য, তারেক গত ৪ নভেম্বর থেকে নির্বাচন ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করছিলেন।





