আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোকেয়া দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু নারীদের ভূমিকা ও নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় নিয়ে 'কথা বলো নারী' আয়োজনে সুলতানদের স্বপ্ন ২০২৪ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় আরেক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, '৫ আগস্টের পর আন্দোলন শেষ হয়ে গেছে এটা ভাবার কারণ নেই। এখনো অনেক ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে।'
'কথা বলো নারী' এর আহ্বায়ক নুসরাত হকের সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামলী শীল।
সভায় বক্তারা সমাজের বিভিন্ন পর্যায়ে নারীদের অবদানের স্মৃতিচারণ করেন। এসময়ে এসেও নারীদের প্রতি সকল প্রকার বৈষম্যের অবসানের বিষয়ে গুরুত্বারোপ করেন।