আত্মহত্যা করে সন্দেহভাজন হামলাকারী শিক্ষার্থী নিজেও। তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ১৭ বছর বয়সী এক কিশোরী চালিয়েছে এ হামলা। হামলার কারণ জানা যায়নি। তবে সন্দেহভাজনের পরিবার ঘটনার তদন্তে সহযোগিতা করছে।
জানা গেছে, হামলার আগে ক্লাসেও উপস্থিত ছিল ওই কিশোরী। কে-টুয়েল্ভ স্কুল শুটিং ডেটাবেজ ওয়েবসাইটের তথ্য, চলতি বছর যুক্তরাষ্ট্রে ৩৩২টি স্কুলে আগ্নেয়াস্ত্র হামলা হয়েছে, যা ১৯৬৬ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ।
গেলো বছর দেশটিতে আগ্নেয়াস্ত্র হামলা হয় ৩৪৯টি স্কুলে। মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য, এ বছর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হামলায় প্রাণ গেছে ১৬ হাজারের বেশি মানুষের, যাদের মধ্যে শিশু-কিশোরের সংখ্যা প্রায় ১৪শ'।