দেশে এখন
0

চারদিনের সফরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। 

হোর্তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি দলও রয়েছে। আজ সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

এরপর দুপুরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। প্রতিনিধি দল নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে দুই প্রধানের। 

বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলন করবেন। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন তিনি।

ইএ