ফুটবল
এখন মাঠে
0

রায়ো ভায়োকানোর বিপক্ষে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

লা লিগায় আজ রাতে মাঠে নামবে জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়োকানোর বিপক্ষে লড়াই শুরু হবে রাত দুইটায়।

এ ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠার সুযোগ রয়েছে লস ব্লাঙ্কোসদের। তবে হারলে ব্যবধান বাড়বে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে কার্লো আনচেলত্তি পাচ্ছেন না দলের অন্যতম প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পেকে। চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে এক গোল করে চোটে পড়েন মাদ্রিদ তারকা।

এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিদ বেলিংহামদের মাঠে দায়িত্ব সামলাতে হবে। পরিসংখ্যান দেখলে নির্ভার থাকবেন কোচ আনচেলত্তি। দুদলের শেষ ২৯ ম্যাচে ২২ বারই জিতেছে রিয়াল মাদ্রিদ।

এএম