চলতি বছরের এপ্রিলে দুই বছরের জন্য পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব নেন গিলেস্পি। তবে সাম্প্রতিক সময়ে পিসিবির নেয়া বেশকিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সাবেক অজি পেসার। তাই দায়িত্ব থেকে সরে এসেছেন তিনি।
এর আগে সাবেক প্রোটিয়া ক্রিকেটার গ্যারি কারস্টেনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বনিবনা না হলে চাকরি ছাড়েন। এ নিয়ে গেলে ৬ মাসে দুজন বিদেশি কোচ চাকরি ছাড়ার ঘটনা ঘটলো পাকিস্তান ক্রিকেটে।