আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়পুর গ্রামের কাজল মিয়া ও মহিবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় ময় মুরব্বিরা এগিয়ে এসে সংঘর্ষ থামান।
এতে মুহিত মিয়া, আলমগীর মিয়া, জসিম মিয়া, ফারুক মিয়া, সিফাই মিয়া ও করম মিয়াসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, 'সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'