তা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আজ রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিংমলে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
আগামীকাল (শুক্রবার, ১৩ ডিসেম্বর) ট্রফি যাবে মিরপুরের হোম অব ক্রিকেটে। সেখানে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্রিকেটার ও সংগঠকদের জন্য ট্রফিটি উন্মুক্ত থাকবে।
তারপরই শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ সফর। দেশে আসার পর প্রথমে ট্রফিটি প্রদর্শিত হয় কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে।