২০২৪ সালে ক্যারিবীয়ান সফর যেন বাংলাদেশের জন্য এক হৃদয় ভাঙার গল্প। নিজেদের পছন্দের ফরম্যাট তথা ওয়ানডেতেই যেন এক অচেনা বাংলাদেশ।
২০১৪ সালে সবশেষ ঘরের মাঠে বাংলাদেশকে হারায় উইন্ডিজরা। মাঝে হোম অ্যাওয়ে মিলিয়ে চার সিরিজেই জিতেছে টাইগাররা। কিন্তু এবার তারুণ্য নির্ভর দলটার পারফরম্যান্স অনেকটাই মলিন। দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিলেও ৭ উইকেটের বড় জয়ে সিরিজ হারে মিরাজ-নাহিদরা।
ওয়ানডেতে দু'দলের ৪৫ দেখায় ২১ জয় টাইগারদের আর ওয়েস্ট ইন্ডিজের জয় ২২টিতে। দুই ম্যাচে আসেনি কোনো ফলাফল।
ক্যারিবীয়ান দ্বীপে সমান নয়টি করে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এবার টাইগারদের ব্যর্থতায় দীর্ঘ ১০ বছর পর পরাজয়ের খরা কাটায় শাই হোপের উইন্ডিজ দল।
প্রথম দুই ওয়ানডেতে টপ অর্ডারে তানজিদ তামিম রান পেলেও টানা দুই ম্যাচে ব্যর্থ লিটন দাস ও সৌম্য সরকার। স্লো রান রেটের জন্য অধিনায়ক মিরাজও হয়েছেন সমালোচিত। শেষ ম্যাচে নিজেদের ভুল গুলো শুধরে ব্যাটারদের থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং এর অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট।