বোমা হামলার আতঙ্কে দিল্লিসহ আশেপাশের শতাধিক স্কুলের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের বোমা খুঁজে পায়নি পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম এএনআই জানায়, হুমকি পাওয়া ৪৪টি স্কুলের মধ্যে বিহারের দু'টি স্কুলও আছে। হুমকি বার্তায় জানানো হয়, ছোট ও শক্তিশালী বোমা বিভিন্ন স্কুল ভবনের ভেতরে পুঁতে রাখা হয়েছে। এরই মধ্যে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।
চলতি বছরেই ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রেলস্টেশন ও বিমানবন্দরে বেশ কয়েকবার বোমা হামলার হুমকি দেয়া হয়।