বিদ্রোহী গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল- জুলানি স্বৈরাচার সরকার পতনের পর দেয়া প্রথম ভাষণে এই বিজয় সমগ্র সিরীয়দের উৎসর্গ করেছেন। তবে হায়াত তাহরির আল শাম বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনোনীত হওয়ায় আসাদ সরকার পতনের পরও সিরিয়ার ঝুঁকি কমেনি বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
তাই এই ঝুঁকি মোকাবিলায় সিরিয়ায় অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে গোলান মালভূমির সিরিয়া-ইসরাইল সীমান্তের বাফার জোন দখলে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে দামেস্কের অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে ইসরাইল।