দেশে এখন
0

বরগুনায় অবৈধ জাল জব্দে মৎস্য বিভাগের অভিযান

বরগুনায় অবৈধ জাল জব্দে ও খুটা অপসারণে অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। আজ (রোববার, ৮ ডিসেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ হাজার ২০০টি খুটা অপসারণ করা হয় এবং জব্দ করা হয় ঘোপজাল।

সচেতন মহল বলছে, বনের গাছ কেটে এসব খুটা তৈরি করায় বনের ঘনত্ব কমছে। বনবিভাগের উদাসীনতার পাশাপাশি অনৈতিকভাবে ম্যানেজ হওয়ার কথাও জানান তারা।

মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় গত ১৫ দিনে ৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১২ হাজার খুটা অপসারণের পাশাপাশি ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাসিবুল হক এখন টেলিভিশনকে বলেন, ‘যে কোনো ধরনের অবৈধ জাল ও ট্রলিং ট্রলারে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ