ক্রিকেট
এখন মাঠে
0

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ৩২৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো ইংল্যান্ড। ২০০৮ সালের পর কিউইদের মাঠে সিরিজ জয়ের স্বাদ পেল ইংলিশরা।

আগের দিনের ৭৩ রান নিয়ে মাঠে নেমে তৃতীয় দিনে জো রুট তুলে নেন ৩৬তম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১০৬ রানে। তার বিদায় হতেই ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বেন স্টোকস।

নিউজিল্যান্ডের সামনে দাঁড়ায় ৫৮৩ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য। সেই লক্ষ্যে তাড়ায় কিউই দল লাঞ্চের মধ্যেই ৫৯ রানে হারায় ৪ উইকেট। লড়াইয়ের মানসিকতা দেখাতে পেরেছেন টম ব্লান্ডেল।

তৃতীয় সেশনে এই দলীয় ২৩৭ রানের মাথায় ব্যক্তিগত ১১৫ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ব্লান্ডেল। এরপর আর ২২ রান যোগ করতেই গুটিয়ে যায় কিউইরা।

বল হাতে দ্বিতীয় ইনিংসে ৫ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল অধিনায়ক স্টোকস। দুটি করে নিয়েছেন ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও শোয়েব বশির।

এএম