ক্রিকেট
এখন মাঠে
0

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার ১০ উইকেটের জয়

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে মাত্র আড়াই দিনে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ফিরেছে ১-১ এ সমতা।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। দিনের শুরুতেই ৩১ বলে ২৮ রান করে মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন রিশাভ পান্ট।

শেষ দিকে নিতিশ কুমার রেড্ডি কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তবে ৪৭ বলে ৪২ রান করে বিদায় নেন রেড্ডি। একটু পরেই মোহাম্মদ সিরাজের বিদায়ে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া, রান মোটে ১৭৫।

৫ উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স, ৩ উইকেট নেন স্কট বোল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ছিল ১৫৭, ফলে অজিদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান। সহজ লক্ষ্যটা পেরিয়ে যেতে অতটা বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। হেসেখেলে পৌঁছে গেছে জয়ের বন্দরে।

এএম