শিক্ষা
0

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের প্রিমিয়ার ভিসির পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। গতকাল (শুক্রবার, ৬ ডিসেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ ইফতেখার মনির। এছাড়া বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও ট্রেজারারও পদত্যাগ করেছেন।

গত ৫ আগস্টের পর থেকে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। গত বুধবার (৪ ডিসেম্বর) থেকে শহরের তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন পালন শুরু করে তারা। তবে গতকাল উপাচার্য বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

একইসাথে ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের মালিকানাধীন প্রতিষ্ঠান।

এসএস