রাজনীতি
0

‘প্রতিবেশী বন্ধুর কাছ থেকে সুবিধা নিতে চায় ভারত’

প্রতিবেশী বন্ধুর কাছ থেকে সুবিধা নিতে চায় ভারত, তাই সব দেশ ভারতের বিরুদ্ধে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অবসরপ্রাপ্ত মেজর হাফিজ আরো বলেন,‘বাংলাদেশকে ধংস করতে ভারতীয় মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে বিজেপি সরকার।’

বাংলাদেশের বড় যুব ফোর্স আছে এমন তথ্য দিয়ে মেজর হাফিজ বলেন, ‘ভারত নয় আমেরিকা এসেও বাংলাদেশ দখল করতে পারবে না।’

আলোচনা সভায় গণ ফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘ভারতের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলিষ্ঠ আওয়াজ নেই।’


এএম