উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রজুড়ে জাঁকজমক আয়োজনে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। নিউইয়র্কের রকফেলার সেন্টারে যেন সাজ সাজ রব। শেষবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল ক্রিসমাস ট্রি লাইটিংয়ে এসেছেন জো বাইডেন। ছুটিতে ভ্রমণ করা যাত্রীদের উৎসবের আমেজ দিতে জমকালো প্রস্তুতি নিয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর।

নিউইয়র্কে সাজ সাজ রব। আসছে বড়দিন। শহরের রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি জ্বলজ্বল করছে রংবেরংয়ের আলোকসজ্জায়। ১৯৩৩ সাল থেকে প্রতিবছর দৃষ্টিনন্দন করে সাজানো হয় শহরের মধ্যমণি এই গাছ।

চলতি বছর ৫০ হাজার বাহারি এলইডি বাতি দিয়ে সাজানো হয়েছে এই গাছ। গাছটি আলোকিত থাকবে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত।

শুধু নিউইয়র্ক নয়, ছুটির মৌসুম শুরুর পর থেকে বড়দিনের প্রস্তুতি চলছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট থাকা অবস্থায় শেষবারের মতো ন্যাশনাল ক্রিসমাস ট্রি লাইটিং অনুষ্ঠানে এসে গাছের আলো জ্বালাতে সাহায্য করছিলেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘মেরি ক্রিসমাস আমেরিকা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

ছুটি উপলক্ষ্যে সাজ সাজ রব যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে। আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দরও লাখ লাখ দর্শনার্থীকে স্বাগত জানাতে সেজেছে আলোকিত হয়ে। চলতি বছরের শেষ নাগাদ এই বিমানবন্দরে আসতে পারেন ১০ কোটির বেশি যাত্রী।

বড়দিন উপলক্ষ্যে স্পেনের কাতালোনিয়ায় নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিনসহ প্রভাবশালী ব্যক্তিদের অবয়বে নান্দনিক মাটির পুতুল তৈরি করা হয়েছে। বড়দিন উপলক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশেও চলছে জমকালো প্রস্তুতি।

এএম