আন্তর্জাতিক বাণিজ্য
0

মায়ামিতে পরিষেবা চালুর ঘোষণা ওয়েমোর

শিগগিরই মায়ামিতে পরিষেবা চালু করতে যাচ্ছে স্বয়ংক্রিয় ট্যাক্সি পরিষেবা কোম্পানি ওয়েমো। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে এক ঘোষণা দেয়া হয়েছে এল এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে।

অফিশিয়াল ওয়েপয়েন্ট ব্লগে পরিষেবা চালুর বিষয়ে জানিয়েছে কোম্পানিটি। আগামী বছর থেকে পরিষেবা চালুর কাজ শুরু হবে বলে জানা গেছে।

মূলত আগে কোম্পানি মায়ামিসহ বিভিন্ন ইন্টারসেকশনে এর স্বয়ংচালিত জাগুয়ার আই-পেস ইভি চালু করবে। এরপর ২০২৬ সাল থেকে ওয়েমো ওয়ান অ্যাপের মাধ্যমে গ্রাহকদের রাইডিং পরিষেবা গ্রহণের সুযোগ দেবে।

কার্যক্রম বা পরিষেবা প্রসারণের অংশ হিসেবে আফ্রিকার স্টার্টআপ মুভের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছে ওয়েমো। অঞ্চলটিতে মুভ সাধারণ রাইড শেয়ারিং সার্ভিসের জন্য বাহন সরবরাহ করে থাকে।

ফিনিক্সের পাশাপাশি মায়ামিতে ফ্লিট অপারেশন, সুবিধা ও চার্জিং অবকাঠামো পরিচালনার জন্য মুভকে দায়িত্ব দিতে চায় ওয়েমো। বর্তমান স্যান ফ্রান্সিসকো, ফিনিক্স, লস অ্যাঞ্জেলেস ও অস্টিনের বিভিন্ন অংশে ওয়েমো ওয়ান অ্যাপ ব্যবহার করা যায়।

এএইচ