ক্রিকেট
এখন মাঠে
0

গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স

পাকিস্তানের লাহোর কালান্দার্সকে ডিএল মেথডে ২৩ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রংপুর।

গায়নায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ ওভারে ৮৫ রান তোলে রাইডার্সরা। এরপর বৃষ্টি নামলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের টার্গেট দাঁড়ায় ৯ ওভারে ১১১।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি লাহোর কালান্দার্স। ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ে বড় ভূমিকা রাখে শেখ মেহেদি।

শনিবার (৭ ডিসেম্বর) গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটি।

এএম