এদিন সিনেমার নায়ক আল্লু আর্জুনের সাথে দেখা করতে ঐ সিনেমা হলে ভিড় করেন অগণিত ভক্ত। জনস্রোত সামলাতে পুলিশ যখন হিমশিম খাচ্ছে তখনই পদপৃষ্ট হন স্বামী ও দুই সন্তান নিয়ে সিনেমা হলে আসা এক নারী।
দ্রুত সময়ে বিদ্যানগর হাসপাতালে নিয়ে সিআরপি দেয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। আহত আরেক কিশোরের অবস্থা স্থিতিশীল।
তদন্তকারী কর্মকর্তারা জানান, ঐ নারী যখন পদপৃষ্ঠ হন তখন পুষ্পা টু সিনেমার স্টারকাস্ট আল্লু আর্জুন সিনেমা হলেই অবস্থান করছিলেন।
'পুষ্পা টু: দ্য রুল' সিনেমার মুক্তি নিয়ে তোলপাড় ভারত। মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়। আর সেখান থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত।