বাংলাদেশ থেকে অনেক প্রবাসী সৌদি আরবে কফিল বা কোম্পানি ভিসায় এসে প্রতারিত হয়েছেন। কোম্পানির কোনো দেখা পাননি বহু মানুষ। নানা কারণে কোম্পানি বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এসব প্রবাসীরা।
তালিকাভুক্ত এসব কর্মীদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ দিয়েছে সৌদি সরকার। ২০২৫ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত তাদের বৈধতার সুযোগ দেয়া হয়েছে। যারা কোম্পানি থেকে টারমিনেট হয়েছেন তারা এ সময়ের মধ্যে অন্য কোম্পানিতে যোগ দিতে পারবেন। এমন সুযোগ পেয়ে খুশি সৌদি প্রবাসীরা।
প্রবাসী বাংলাদেশি একজন বলেন, ‘সৌদি সরকারকে অনেক ধন্যবাদ। বৈধ হওয়ার এই সুযোগ কাজে লাগাতে হবে।’
আরেকজন বলেন, ‘আপনারা যেকোনো কোম্পানি অথবা সৌদির যেকোনো নাগরিকের কাছে নতুন করে কাফেলা হতে পারবেন।’
তালিকাভুক্ত অবৈধ কর্মীদের বৈধ হওয়ার প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে।