নিহতরা হলেন সাভারে নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বালয়ারপুর এলাকার সাবেক মেম্বার নাজিম উদ্দিন ও প্রাইভেটকার চালক মজিবুর রহমান। আহত সাহাবউদ্দিন ও আব্দুল জলিল মিয়াকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুরে বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকাগামী বাস ওভারটেক করতে গিয়ে তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম, নাজিম উদ্দিন ও মজিবুর রহমান। আহত হন আরো দুজন। পরে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, আজ বিকেলে খবর পাওয়া মাত্রই আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সি লাইন পরিবহনের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সি লাইন পরিবহনের বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।