১০ দিনের সংঘাতে শনিবার পর্যন্ত আহত প্রায় ২শ' মানুষ। অস্ত্রবিরতি কার্যকরের চেষ্টায় হিমশিম খাচ্ছে প্রশাসন। গেলো ২১ নভেম্বর পুলিশি নিরাপত্তায় দু'টি পৃথক গাড়িবহরে হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যার মধ্য দিয়ে পরিস্থিতির সাম্প্রতিক অবনতি শুরু হয়। নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
কুররাম অঞ্চলে চলছে যোগাযোগ ব্ল্যাকআউট; বিচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট সংযোগ, বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রধান মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটছে; পূর্ণ স্থগিত রয়েছে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যও।
গেলো সপ্তাহে ১০ দিনের একটি অস্ত্রবিরতিতে সমঝোতা হলেও বিরামহীন সংঘাতে অকার্যকর হয়ে পড়ে চুক্তিটি। চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে অঞ্চলটিতে সহিংসতায় প্রাণ যায় ৭৯ জনের, তথ্য হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের।