দেশে এখন
0

নির্বাচনের জন্য যা প্রয়োজন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সরকার : ধর্ম উপদেষ্টা

নির্বাচনের জন্য যা প্রয়োজন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে বাউফল ফাউন্ডেশন আয়োজিত গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, '১৫ বছর পর জনগণ সুষ্ঠু ভোট দেখতে পাবে, এর মাধ্যমেই যে দল ক্ষমতায় আসবে তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে।'

'আগের চেয়ে সংখ্যালঘুরা ভাল আছে উল্লেখ করে খালিদ হোসেন বলেন, প্রত্যেকে তার নিজ ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকার নিয়েছে। কোন ব্যক্তি বা সংগঠন অভিযুক্ত হলে তাকে বিচারের আওতায় নেয়া হবে।'

চট্টগ্রামে হত্যার স্বীকার আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকার সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি।

ইএ