দেশে এখন
0

গণঅভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী

ঢাকায় আসছেন পাকিস্তানি সংগীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য গাইবেন তিনি। আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে কনসার্ট আয়োজনের কথা জানান স্পিরিটিস অব জুলাই সংগঠনটি।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তায় চ্যারিটি কনসার্ট আয়োজন করবে স্পিরিটিস অব জুলাই।

এই কনসার্ট মাতাতে বাংলাদেশে আসছেন বিখ্যাত সংগীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। সংবাদ সম্মেলনে বলা হয়, বিনা পারিশ্রমিকে কনসার্টে গাইবেন তিনি। কনসার্ট থেকে থেকে আয়কৃত অর্থ অভ্যুত্থানে শহীদ ও আহদের পরিবারকে দেয়া হবে।

আয়োজকরা তাদের লিখিত বক্তব্যে বলেন, ‘২৮ নভেম্বর রাহাত ফতেহ আলী খানের সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে গাইবেন বলে প্রতিশ্রতিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।’

তারা জানান, ডিসেম্বরের প্রথম সমাপ্ত থেকে কনর্সাটের টিকিট বিক্রি করা হবে। আর্থিক স্বচ্ছতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্টজনদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে বলেন জানান তারা।

তবে আয়োজনে স্বল্প পারিশ্রমিকে দেশিয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র‍্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নানও গান করবেন। গান ছাড়াও এই আয়োজনে গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক ও মুগ্ধ ওয়াটার জোনসহ আরো বিভিন্ন কর্নার থাকবে।

ইএ